• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মফি শেখ হত্যা মামলায় একজনের ফাঁসি 


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১২:২৬ পিএম
মফি শেখ হত্যা মামলায় একজনের ফাঁসি 

নড়াইলের ভবানীপুরে মফি শেখ হত্যা মামলায় একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 

মঙ্গলবার (৩০নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান মোল্যা। তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন একই গ্রামের লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেন শুভ, মৃত মোকছেদ মোল্যার ছেলে সাহিদ মোল্যা ও মৃত ছাকেম আলীর ছেলে সাত্তার মোল্যা। তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার অপর আসামি আবেদুর খাতুন ও সাখায়েত হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৮ জুলাই সকালে সদর উপজেলার ভবানীপুর গ্রামের মফি শেখ ছেলে মিঠুন শেখের উপবৃত্তির টাকা তুলতে সরকেল ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। টাকা তুলে ছেলেকে নিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাথাভাঙ্গা ব্রিজের কাছে আসলে আসামিরা মফি শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!